শুভাশিস সিনহা

Bio: জন্ম ২৯ জানুয়ারি ১৯৭৮, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ঘোড়ামারা গ্রামে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর। বর্তমানে মণিপুরি ললিতকলা একাডেমিতে নাট্যপ্রশিক্ষক। প্রকাশিত বই— ডেকেছিলাম জল (কবিতা), অক্ষর নতুন করে চিনি (কবিতা), বেলা দ্বিপ্রহর (কবিতা), হওয়া না-হওয়ার গান (কবিতা), দ্বিমনদিশা (কবিতা), আবছায়াদের রূপকথা (গল্প), প্রতিরূপকথা (নাটক), কুলিমানুর ঘুম (উপন্যাস), ইঞ্জিন (উপন্যাস), ভাষা, কবিতা ও রবীন্দ্রনাথ (প্রবন্ধ), রবীন্দ্রনাথ: গ্রামের ছবি (গবেষণা), মণিপুরি সাহিত্য সংগ্রহ ২ খণ্ড (অনুবাদ ও সম্পাদনা) ইত্যাদি।

শুভাশিস সিনহা