ব্রজেন্দ্র কুমার সিংহ

Bio: জন্ম ১৯৩৮ সালের ১২ ফেব্রুয়ারি। প্রথম প্রকাশিত বিষ্ণুপ্রিয়া মণিপরি ভাষার গল্পগ্রন্থ ‘সিকাডেইনি’ (১৯৫৬)। ছদ্মনামে লিখতেন ধনঞ্জয় রাজকুমার হিসেবে। ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলার পাকইরপাড়ে জন্ম নেওয়া এই কবি প্রথম জীবনে বাংলা ভাষায় লিখলেও পরবর্তী সময়ে তাঁর যাত্রা কেবল মণিপুরি সাহিত্যের বিচিত্র পথে। কবিতার পাশাপাশি কথাসাহিত্য ও অনুবাদেও পেয়েছেন সিদ্ধি। তাঁর বিখ্যাত একটি উক্তি “দুঃখ সর্বদেশের সর্বকালের কবিদের সখী। আমিও যখন কবিতা লিখি, দুঃখ এসে আমার পাশে বসে থাকে।” কবি শুভাশিস সিনহা তাঁকে আখ্যায়িত করেছেন বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষার ‘প্রধান কবি’ এবং ‘মহত্তম রূপকার’ হিসেবে।

ব্রজেন্দ্র কুমার সিংহ