বাবুতন সিংহ রাজবংশী

Bio: জন্ম ১৮৭৫ খ্রিস্টাব্দে অবিভক্ত ভারতের আসাম রাজ্যের সিলেট জেলায় করিমগঞ্জ মহকুমার পশ্চিম কৃষ্ণনগর গ্রামে। পিতা কমালা সিংহ এবং মাতা যাদবী দেবী। লেখকের স্বজাত্যবোধ বা মাতৃভাষার প্রতি ভালোবাসা অগাধ হওয়ায় স্বভাষায় রামায়ণ-কীর্তন গাওয়ার আকুল বাসনা জেগে ওঠে। সে চিন্তার ফলশ্রুতিতে রাময়ণ-পালা রচনা করেন। তিনি নিজে একজন ডাকুলা (মৃদঙ্গবাদক) এবং কবিরাজ। ১৯৬০ সালে তাঁর সম্পাদনায় ‘ফাগু’ নামে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায় মাসিক পত্রিকার প্রচলন ঘটে, যা ১৯৬৭ সালে এসে বন্ধ হয়ে যায়।

বাবুতন সিংহ রাজবংশী